ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জাতীয় ঐকমত্যের প্রতীক ‘জুলাই জাতীয় সনদ’-এ সই করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধান রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় ঐকমত্য কমিশনের নেতারাও সই অনুষ্ঠানে অংশ নেন।
বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

জুলাই জাতীয় সনদে সই করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সারাবাংলা
এর আগে সকাল ১০টার দিকে কয়েকশ ‘জুলাই যোদ্ধা’ সংসদ ভবনের বাউন্ডারি পেরিয়ে মূল অনুষ্ঠানস্থলে প্রবেশ করে অতিথিদের আসনে বসে পড়েন। পুলিশ তাদের সরাতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে বিক্ষোভকারীদের সংসদ ভবনের আশপাশের এলাকা—খামারবাড়ি, ফার্মগেট ও ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত সরিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কিছুটা দেরিতে শুরু হতে পারে। তিনি লিখেন, ‘ঐতিহাসিক জুলাই সনদ সইয়ের জন্য আমরা প্রস্তুত। কিছু অতিথি ইতিমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আজ আমাদের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’
প্রথমে বিকেল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকতা শুরু হয় ৪টা ৩৫ মিনিটের দিকে। এর মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশের রাজনৈতিক ঐকমত্যের নতুন এক পর্ব—‘জুলাই সনদ’-এর যুগ।