Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদে সই করেনি যেসব দল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৮:১১

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: বহুল প্রতিক্ষীত জুলাই জাতীয় সনদ সই করেছে বাংলাদেশের ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি দল ও জোটের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নেন। তবে জুলাই আন্দোলনে নেতৃত্বাধীন শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—বাংলাদেশ জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাসদ (মার্কসবাদী) এই সনদে সই করেনি বলে জানা গেছে।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই সনদ সই অনুষ্ঠান। বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং বিএনপি-জামায়াতসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে জুলাই যোদ্ধাদের দাবি ও বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুরের দিকে জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংশোধনের কথা জানানো হয়।

অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। এর অংশ হিসেবে অনুষ্ঠান চলাকালে সংসদ এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে সরকার। নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধও করা হয়।

সারাবাংলা/একে/এসএস
বিজ্ঞাপন

জুলাই সনদে সই করেনি যেসব দল
১৭ অক্টোবর ২০২৫ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর