Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের দিনটি পৃথিবীর জন্য বড় উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২৩:১২

বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকের দিনটি শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে।

তিনি বলেন, ‘আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটার ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে।’

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘ঐকমত্য কমিশন গঠনের পর মনে মনে আশা ছিল হয়তো দুই একটা বিষয়ে দলগুলোকে একমত করাতে পারব। কিন্তু অবাক কাণ্ড! সারাদেশ দেখল—সমস্ত রাজনৈতিক দল শুধু আলাপে বসলো না, চমৎকারভাবে, গভীর জ্ঞানের সঙ্গে এবং সৌহার্দ্যের সঙ্গে আলোচনা করলো। এটা না দেখলে বিশ্বাস করা কঠিন ছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই আলোচনায় শুধু রাজনীতিকরাই নয়, পুরো জাতি অংশগ্রহণ করেছে। টেলিভিশনের পর্দায় মানুষ দেখেছে, ঘরে ঘরে তর্ক-বিতর্ক করেছে, কে ঠিক বলছে, কোনটা গ্রহণযোগ্য—এসব নিয়ে আলোচনা করেছে। এইভাবে পুরো জাতিকে আমরা আলোচনার অংশ করে তুলেছি।’

ড. ইউনূস জানান, ‘প্রথম দিকে ভয় ছিল আলোচনা হয়তো বেশিদূর অগ্রসর হবে না। কিন্তু যত জটিল বিষয়ই আসুক, রাজনৈতিক দলগুলো একে একে ঐক্যমতে এসেছে। আজ আমরা একটি দীর্ঘ তালিকা নিয়ে এই সনদ প্রণয়ন করতে পারছি। অসম্ভবকে সম্ভব করেছেন আমাদের ঐকমত্য কমিশনের সদস্যরা—তাদের নাম ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে তিনি প্রফেসর আলী রীয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘তারা দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে রাজনৈতিক ঐকমত্যও সম্ভব।’

প্রসঙ্গত, জুলাই সনদে বাংলাদেশের ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণে একটি ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।

সারাবাংলা/এফএন/জিজি
বিজ্ঞাপন

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩
২৩ অক্টোবর ২০২৫ ০৮:২৩

আরো

সম্পর্কিত খবর