ঢাকা: বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলব, আমরা আপনাকে সম্মান করেছি, আস্থা রেখেছি, আশা করি তিনিও তার কথা ঠিক রাখবেন এবং নতুন সংকট তৈরীর ক্ষেত্রে তারা যেন কোনো ধরণের হেজিমনি তৈরী না করেন এটা আমরা প্রত্যাশা করি।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আমাদের মূল কথা হচ্ছে, অতি অল্প সময়ের মধ্যে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গী এবং আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এ ক্ষেত্রে সরকার যদি ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে সেটা জুলাইয়ের সঙ্গে জাতীয় গাদ্দারি হবে এবং নতুন করে রাজনৈতিক সংকটের সৃষ্টি হবে। আমরা এজন্য প্রধান উপদেষ্টাকে বলব, আমরা আপনাকে সম্মান করেছি, আস্থা রেখেছি, আশা করি তিনিও তার কথা ঠিক রাখবেন এবং নতুন সংকট তৈরীর ক্ষেত্রে তারা যেন কোনো ধরণের হেজিমনি তৈরী না করেন এটা আমরা প্রত্যাশা করি।
সাংবাদিকদের তিনি বলেন, আজকের পুরো অনুষ্ঠানের আগাগোড়া আপনারা সাক্ষী, আমি রিপ্লাই করতে চাই না। আজকের অনুষ্ঠানটি বাংলাদেশের রাজনীতি এবং প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হবে। এই জাতি ৫৪ বছরে বার বার যে অপকর্ম অপশাসনের সম্মুখিন হয়েছিল, আজকের এই জাতীয় সনদ আমরা যারা জাতীয় ঐকমত্যের মাধ্যমে সই করেছি। এটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত হয় তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, এখানে দুটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে আজকে সনদে সইয়ের মাধ্যমে এটা কি আইনি ভিত্তি হলো? না। সনদটা যেভাবে হয়েছে এটায় আমরা একমত হয়েছি। কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটাতো বাকি আছে। এটা অনেকেরই প্রশ্ন আমাদেরও প্রশ্ন ছিল এটা আইনি ভিত্তি দেওয়ার আগে আপনারা সাইন করলেন কেন? এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা যেটা বিবেচনা করলাম। যে জাতির কাছে আমরা এতদিন ধরে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি। সেগুলোর সঙ্গে আমরা একমত। সেজন্য আমরা সাইন করেছি।
এসময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারি সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।