Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট
সিলেটে প্রবাসী জুলহাসকে ঘিরে বিএনপিতে ক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২০:৪২ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২১:০৮

তারেক রহমানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা জুলহাস উদ্দিন। ছবি: সংগৃহীত

সিলেট: সিলেটের বিশ্বনাথে বিএনপির ভেতর নতুন উত্তেজনার সৃষ্টি করেছে জুলহাস উদ্দিনের একটি পুরনো ফেসবুক পোস্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অতীতে কুরুচিপূর্ণ মন্তব্য করা এই ব্যক্তিকে ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। জুলহাস উদ্দিন সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের বগির চক গ্রামের জাহির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, জুলহাস উদ্দিন লন্ডন প্রবাসী, যিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং সম্প্রতি লন্ডন থেকে দেশে আসার পথে ফেসবুক লাইভে ‘কাবাডি (মারামারি) খেলতে’ নামার ঘোষণা দিয়েছেন।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর জুলহাস উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তারেক রহমানের কথিত ভোটার আইডি কার্ড শেয়ার করে লিখেছিলেন—‘বাচ্চাটা ঠিক হলো না। যেমন মা, তেমন ছেলে। জন্মের পরিচয় নাই। তার বাবার মতো হইতে পারলো না।’

বিজ্ঞাপন

১৩ আগষ্ট অপর একটি পোস্টে তারেক রহমানের একটি ভিডিও শেয়ার করে লিখেছিলেন – ‘শেষ শালা! বিএনপি ডিসমিস। এবার জামায়াতে ঠিক করবে; শালা লন্ডন থেকে এসাইলাম লইয়া, বিএনপি তারা জানে তারেক দেশে যাওয়া হবে না। এটা এসাইলাম সিকারস রুলস, মানুষ জাগো।’

তারেক রহমানকে নিয়ে জুলহাস উদ্দিনের কুরুচিকর পোস্টের স্ক্রিনশট।

উপরোক্ত মন্তব্যে তারেক রহমানের ব্যক্তিগত পরিচয় এবং রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়, যা তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিএনপির বহু নেতা একে ‘অশোভন, কুরুচিপূর্ণ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জুলহাস এখন বাংলাদেশে এসে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে। এখন তাকে বিএনপির নেতাদের সঙ্গে দেখতে পেয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় নেতাকর্মীদের কেউ কেউ লিখছেন—‘যে ব্যক্তি একসময় তারেক রহমানকে ব্যঙ্গ করেছিল, সে এখন বিএনপির নেতাদের পাশে দাঁড়ায়—এটি দলীয় আদর্শের পরিপন্থী।’

কিছু মন্তব্যে দাবি করা হয়েছে, জুলহাস উদ্দিন অতীতে আওয়ামী লীগপন্থি ছিলেন এবং এখন বিএনপির কিছু কর্মকাণ্ডে যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অনতিবিলম্বে এই দালালের বিরুদ্ধে সজাগ হোন। আওয়ামী লীগের কোনো দালালের ঠাঁই বিশ্বনাথে হবে না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ব্যাপক ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মীরা। ফলে, এখন সর্বত্র আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে জুলহাস উদ্দিনের কাছে জানতে চাইলে প্রথমে তিনি কোরো মন্তব্য না করে বিষয়টি এড়িয়ে যেতে চান। তবে আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ‘মানুষ নানান সময় নানা বিষয়ে লিখে থাকে। এটা কখন লিখেছিলাম মনে নেই। আমরা যারা প্রবাসী নানা বিষয়ে ঢংডাং করি। বাংলাদেশে শুধু পলিটিক্স হলো সেন্টিমেন্টাল, যেকোনো বিষয়কে সিরিয়াসলি নেওয়া হয়। কিন্তু লন্ডনে রাণীর বিষয়েও ইচ্ছে মতো লেখা যায়।’

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির বলেন, তারেক রহমানকে নিয়ে এরকম কটুক্তি খুবই দুঃখজনক ও অগ্রহণযোগ্য এবং এটা পানিশেবল অফেন্স। এ ধরণের বক্তব্যে যারা জাতীয়তাবাদী রাজনীতি করেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমার মনে হয় তিনি যেই হন না কেনো তার জ্ঞানের কমতি আছে, নতুবা যিনি ১৯ কোটি মানুষকে আগামী দিন নেতৃত্ব দিবেন তাকে নিয়ে এমন কটুক্তি করতে পারতেন না। বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর