ঢাকা: জুলাই সনদ বাস্তবায়নের জন্য পরবর্তী করণীয় কী তা সম্পর্কে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেছেন, সনদ বাস্তবায়নের জন্য দুয়েক দিনের মধ্যে সুপারিশ পাঠাতে হবে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি উল্লেখ করেন তিনি।
পোস্টে তিনি লিখেন, সনদ বাস্তবায়নের জন্য দুয়েক দিনের মধ্যে সুপারিশ পাঠাতে হবে। সুপারিশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে আদেশ জারি করতে হবে। বড় বিষয়ে প্রদত্ত নোট অফ ডিসেন্ট তুলে নিলে ভালো। এটাই সঠিক বাস্তবায়ন পদ্ধতি।
প্রসঙ্গত, জুলাই জাতীয় সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ সই করেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও জুলাই সনদে সই করেছেন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেয়।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ বাম ধারার চারটি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।