Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি জুলাই সনদে সই করবে, আশা ভিপি নুরের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২১:৪৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ০০:০৭

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ঢাকা: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যদিও এনসিপি এখনো জুলাই সনদে সই করেনি, ভবিষ্যতে তারা সই করবে বলে আশা করা যায়।

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যতটুকু আইনগত ভিত্তি নিশ্চিত করার দরকার, তা যেন করে। পাশাপাশি সমগ্র জাতির সামনে আমাদের যে রাজনৈতিক কমিটমেন্ট, তা বাস্তবায়নে সবাই যেন অঙ্গীকারবদ্ধ থাকে, সেই ভরসায় আজ আমরা জুলাই সনদে সই করেছি।’

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা আমাদের আন্দোলন সংগ্রামের বন্ধু। কিন্তু তাদের আজ এখানে পাওয়া যায়নি। তারা বোধহয় পরবর্তীতে সই করতে পারে। কারণ শেষদিকে এসে তাদের মতামত ঐকমত্য কমিশন গ্রহণ করেছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর