Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২২:২২

উত্তাল সাগর। ফাইল ছবি

ঢাকা: আগামী ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর আরও জানায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘বঙ্গোপসাগরে সম্ভাব্য এই লঘুচাপ পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা, তা নির্ভর করবে সমুদ্রের তাপমাত্রা ও বাতাসের প্রবাহের ওপর।’

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস
১৭ অক্টোবর ২০২৫ ২২:২২

আরো

সম্পর্কিত খবর