Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হয় জাতীয়করণ, নয় মরণ’


১০ জুলাই ২০১৮ ১৫:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয়করণের দাবিতে সভা-সমাবেশ এমনকি টানা ১৮ দিন রাজপথে অনশন করেও অধিকার আদায় করতে না পেরে সর্বশেষ মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে জানিয়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

জাতীয় প্রেস ক্লাবে জাতীয়করণ বঞ্চিত বে-সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১০ জুলাই) এ কথা বলেন আন্দোলনরত শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব আ. স. ম. জাফর ইকবাল বলেন, ‘২০১৩ সালে বর্তমান প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন দেশে আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়বে না। এমনকি যেসব বিদ্যালয় ২০১২ সালের ২৭ মে’র আগে স্থাপিত হয়েছে সেগুলোও জাতীয়করণের আওতাভুক্ত হবে। কিন্তু তার সে ঘোষণার পর প্রথম ধাপে ২২ হাজার ৯৯৫টি এবং দ্বিতীয় ধাপে ২ হাজার ২৫২ টি স্কুল জাতীয়করণের আওতাভুক্ত হয়। তৃতীয় ধাপে ৯৬০টি বিদ্যালয় জাতীয়করণের জন্য বাছাই করা হয়েছে।’

কিন্তু সেখানে প্রায় ৪ হাজার ১৩৯ টি জাতীয়করণের যোগ্যতা সম্পন্ন স্কুল তালিকা থেকে বঞ্চিত রয়েছে। তাই সেগুলোও তৃতীয় ধাপে জাতীয়করণ দাবি করেন তিনি।

এ সময় সংগঠনটির উপদেষ্টা হুমায়ুন কবির পণ্ডিত বলেন, ‘আমরা চাই প্রধানমন্ত্রী যেঘোষণা দিয়েছেন জাতীয়করণ নিয়ে সেই ঘোষণার বাস্তবায়ন হোক। উনার কাছে আমাদের দাবি, হয়ত আমাদের জাতীয়করণ, নয়ত আমাদের মরণ। এছাড়া আর কোনো উপায় নেই। কারণ কেউ জাতীয়করণের আওতাভুক্ত, কেউ বঞ্চিত। এতে বঞ্চিতরা মানবেতর জীবন-যাপন করছে। ফলে কেউ খেতে পাচ্ছে না আবার কেউ বিরিয়ানি খেতে চাইছে অবস্থার সৃষ্টি হয়েছে। তাই এমন বৈষম্য দূর করে অতিদ্রুত বঞ্চিতদের জাতীয়করণের আওতাভুক্তের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রব রতন, বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মো. সাইদুল ইসলাম এবং সভাপতি মো. শাহাজাহান আলী সুজন ও বাংলাদেশ নব-জাতীয়করণকৃত শিক্ষক সমাতির মহাসচিব মো. মেহেদী হাসান ও সভাপতি কামাল উদ্দিনসহ অন্যরা।

সারাবাংলা/এসএইচ/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর