Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মসংস্থান সৃষ্টিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ০২:০৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১০:০৩

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ছবি: সংগৃহীত

ঢাকা: কর্মসংস্থান সৃষ্টিই এখন বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তার ভাষায়, উন্নয়নের মূল লক্ষ্যই এখন চাকরি সৃষ্টি। কারণ, চাকরি কেবল আয়ের বিষয় নয়—এটি মর্যাদা, স্থিতিশীলতা ও আশার প্রতীক।

শুক্রবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক কার্যালয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ’র বার্ষিক সাধারণ সভার মূল অধিবেশনে দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংক থেকে পাঠানো এক রিমার্কসে এসব তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বলেন, ‘আগামী ১০ বছরে প্রতি সেকেন্ডে চারজন তরুণ কর্মজীবনে প্রবেশ করবে। কিন্তু তাদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি না হলে, তা অস্থিরতা ও অভিবাসনের কারণ হতে পারে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা উন্নয়নকে এখন আর দান হিসেবে দেখি না, দেখি কৌশল হিসেবে। উন্নয়নের ফলাফল হতে হবে চাকরি।’

অজয় বাঙ্গা বলেন, ‘আগামী বছরগুলোতে বিশ্বব্যাংকের কাজের কেন্দ্রবিন্দু হবে কর্মসংস্থান সৃষ্টি। এজন্য প্রতিষ্ঠানটি অবকাঠামো, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও খনিজ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।’

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট আরও বলেন, ‘একটি চাকরি তখনই তৈরি হয়, যখন শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো একসঙ্গে কাজ করে। সেটিই উন্নয়ন—এবং সেটিই মর্যাদা।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভা চলছে। গেল ১৩ অক্টোবর শুরু হওয়া এই সম্মেলন চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এই সম্মেলনে যোগ দিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গেল ১০ অক্টোবর ওয়াশিংটনে গেছেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর