Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৫:১৭

এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা: রক্ত দিতে হলে আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে আমাদের আর খুঁজে পাওয়া যায় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সরকার গঠনের দায়িত্ব নিতে দেশে ফেরার সময় ড. মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। হাসনাত তার পোস্টে সেই সময়ের একটি ছবি এবং শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার উপস্থিতির আরেকটি ছবি পাশাপাশি যুক্ত করেন।

বিজ্ঞাপন

তিনি লিখেছেন, “এই দেশে এখন পর্যন্ত চোখে দেখা যায় এমন একমাত্র সংস্কার হলো— এই ছবিতে যা দেখা যাচ্ছে।”

ছবিতে দেখা যায়, বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানাচ্ছেন তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেখানে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ ও উমামা ফাতেমা উপস্থিত ছিলেন। অন্য ছবিতে শুক্রবারের জুলাই সনদ সই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক নেতাদের দেখা যাচ্ছে।

উল্লেখ্য, জুলাই সনদ সই হলেও এনসিপি ওই অনুষ্ঠানে যোগ দেয়নি এবং দলটি সনদে সইও করেনি।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আজ ঢাকার আবহাওয়া থাকবে শুষ্ক
২৬ জানুয়ারি ২০২৬ ০৯:৪৭

আরো

সম্পর্কিত খবর