Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৫:০৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৬:০৫

‘শেকড় পাবনা ফাউন্ডেশন’-এর সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

পাবনা: ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুসহ ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, ‎পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ঢাকা-পাবনা ট্রেন চলাচল শুরুর উদ্যোগ পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। ওই ষড়যন্ত্র নস্যাতে প্রয়োজনে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হরে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পাবনা প্রেসক্লাবে শেকড় পাবনা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে ১৬ দফা দাবির মধ্যে ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা।

‎সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু নিয়ে যদি টালবাহানা করা হয় বা পিছিয়ে দেওয়া হয়, তাহলে এর পরিনতি খুব একটা ভালো হবে না। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে। অন্তত একটা ট্রেন দিয়ে পাবনাবাসীর স্বপ্ন দ্রুত বাস্তবায়ন করুন।

বিজ্ঞাপন

‎ট্রেন সার্ভিস চালুর বিষয়ে শংকার কথা জানিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে আগে খয়েরচরে ফেরিঘাট স্থানান্তরে জন্য প্রকল্প এলাকা পরিদর্শনে জেলার সকল রাজনৈতিক নেতারা একসঙ্গে হয়েছিলেন। গভীর রাতে প্রকল্প পরিদর্শনের নেপথ্যে অন্য ঘটনা থাকতে পারে। সেখানে রেলসচিব তার বক্তব্যে অস্পষ্টতা তৈরি করেছেন। সুস্পষ্ট ঘোষণা দিতে পারেনি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস চালু করতে হবে। দ্রুত এই সব দাবি না মানা হলে রেল মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

‎এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, শেকড় পাবনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মাসুদ খান, নির্বাহী সদস্য কামরুজ্জামান সোহেল, ইরফান কাদের চৌধুরী, তাজুল ইসলাম, ড. ওমর ফারুক প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর