Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ সোনার গয়না লুট

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৫:৫৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:০৮

ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাড়ি।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতদল দরজা ভেঙে বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে নগদ ৫ লাখ টাকা ও ৮ ভরি সোনার গয়না লুট করে পালিয়ে যায়।

শুকবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রব হাজী বাড়ির ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী রিয়াজ উপজেলার করুনানগর বাজাদের লামিয়া বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী ও আব্দুর রব হাজী বাড়ির আলমগীর হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ঘরের দরজা ভেঙে ১০ থেকে ১২ সদস্যের একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ ঘরে ঢুকে। এ সময় ডাকাতরা পরিবারের সাবইকে একটি ঘরে নিয়ে বেঁধে রাখে। এরপর তারা নগদ টাকা, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে।

বিজ্ঞাপন

ব্যবসায়ী রিয়াজ জানান, আমার বাবার চিকিৎসার জন্য জরুরি প্রয়োজনে ৫ লাখ টাকা এনে বাড়িতে রাখা হয়েছিল। এছাড়া, ঘরে প্রায় ৮ ভরি সোনার গয়নাও ছিল। এসব নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ডাকাতির ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দেওয়া হয়নি। কেউ আটকও নেই। অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর