Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ৪৫ কেজি হরিণের মাংস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৬:০৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩২

জব্দকৃত হরিণের মাংস। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ৪৫ কেজি হরিণের মাংসসহ হরিণের ১২টি পা জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১টায় কোস্টগার্ড স্টেশনের কৈখালী পার্শেখালী ব্রিজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন এলাকা থেকে প্রায় ৪৫ কেজি হরিণের মাংস ও ১২টি পা জব্দ করা হয়। এসময় হরিণ শিকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত হরিণের মাংসের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেংরাখালী টহল ফাঁড়ি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর