ফরিদপুর: জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, কাদিরদী বাজারের মাছ বাজারের পাশে নাসিরের দর্জি দোকানের থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওষুধের দোকান ও লেপতোষক, কসমেটিকসসহ বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে অগ্নি নির্বাপণের কাজ করে। রাত পৌনে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ মোল্যা জানান, শনিবার রাত ১০ টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় মধুখালী উপজেলা থেকে অপর ইউনিট যোগ দিলে স্থানীয়দের সহায়তা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম জানান, নাসিরের দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আশেপাশের ২০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।