Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ০৮:৫০

বৃষ্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ কিছু এলাকায় বৃষ্টি ও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।

রোববার (১৯ অক্টোবর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ অক্টোবরের দিকে লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্তমানে মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর স্থানীয়ভাবে সৃষ্ট মেঘ থেকেও অস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। সম্প্রতি রাজধানীতে জলীয় বাষ্পের ঘনত্ব ও ঘূর্ণাবর্তনের কারণে এমন স্থানীয় বৃষ্টি দেখা গেছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছিল, অক্টোবরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ইতোমধ্যে হয়েছে। বাকি দুটির মধ্যে একটিতে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় গঠনের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বছরে দুটি সময় ঘূর্ণিঝড়প্রবণ মৌসুম— এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বর। সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো নভেম্বর মাসেই হয়ে থাকে। সে অনুযায়ী, চলতি মাসেও ঘূর্ণিঝড়ের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১৯ অক্টোবর ২০২৫ ০৮:১৯

আরো

সম্পর্কিত খবর