ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপণ প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তারা জানান, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা না দেওয়া হলে কর্মসূচি অব্যহত থাকবে।
রোববার (১৯ অক্টোবর) সরকারের প্রজ্ঞাপনের প্রতিক্রিয়ায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, পাঁচ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে রোববার বেলা ১২টায় ভুখা মিছিল করার কথা থাকলেও সে সময়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক থাকায় ভূখা মিছিলটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে রোববার (১৯ অক্টোবর) বাড়িভাড়া ভাতা বৃদ্ধি-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে প্রদান করা হবে, যা সর্বনিম্ন ২ হাজার টাকা। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই ভাতা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।