Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগের ৪ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৩:৪২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:১৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী ঢাকায় নাশকতা পরিকল্পনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), ঢাকা মহানগর শেরেবাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আফজাল খাঁন সুমন (৪২) এবং ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।

বিজ্ঞাপন

তালেবুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালেককে গ্রেফতার করে ডিবি। ওইদিন বিকেলে রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকায় থেকে মো। আফজাল খাঁন সুমনকে ও রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেফতার করে ডিবি। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর