Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:০৬

বিজিবির জব্দ করা পণ্য।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় যৌথ অভিযানে মিরপুর উপজেলা থেকে ২১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৩ হাজার ৯০৮ বোতল স্টার ফ্রুট সিরাপ জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৭টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার শুড়শুড়ী বাজারের তিনটি গোডাউন থেকে এই সব মালামাল উদ্ধার করা হয়।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি’র লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা।

তিনি আরও জানান, ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, কুষ্টিয়া এবং কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দ করা নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদফতর, কুষ্টিয়ায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। অপরদিকে, স্টার ফ্রুট সিরাপ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করার কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরও বলেন, ‘সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক, পলিথিন ও সব ধরনের অবৈধ পণ্যের বাণিজ্য রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা ও সেবায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর