Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোগীকে যৌন হয়রানির অভিযোগে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৪৭

যৌন হয়রানির অভিযোগে আটক ব্যক্তিরা। ছবি: সারাবাংলা

পাবনা: পাবনার সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার ( ১৮ অক্টোবর) রাতে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়ে সিজার অপারেশনের জন্য প্রস্তুতির সময় ওই হাসপাতালের অজ্ঞাত কর্মীদের দ্বারা ওই যৌন হয়রানির ঘটনা ঘটে।

এসময় ভুক্তভোগীর আত্মীয়-স্বজন প্রতিবাদ করতে গেলে এডওয়ার্ড কলেজের ছাত্র রেদোয়ান আহমেদ শুভর সঙ্গে বাকবিতণ্ডা হলে সে তার এডওয়ার্ড কলেজে বন্ধু-বান্ধবকে খবর দেন। খবর পেয়ে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী সেন্ট্রাল হাসপাতালে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে হাসপাতালের লোকজনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এসময় হাসপাতালের কর্মী এবং ১০ থেকে ১২ জন বহিরাগত লোক এসে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় শিক্ষার্থীদের চাকু দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে বহিরাগতরা। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসপাতালে হামলা এবং ভাংচুর চালায়।

বিজ্ঞাপন

এই ঘটনার পর থেকে জেলা প্রশাসক ও সিভিল সার্জন নির্দেশনায় হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ রয়েছে। এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৩০), আব্দুল্লাহ আল মামুন (২৪), মোত্তাকিন বিশ্বাস (৩৭)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর স্বামী মোমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর