বগুড়া: জেলার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে রাবেয়া বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দি কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম ওই গ্রামের দুদু প্রামানিকের স্ত্রী।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় রাবেয়া বেগম বাড়ির মুরগিগুলো খোপে তোলার জন্য বের হন। একটি মুরগি না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে মুরগির খোপের সঙ্গে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।