Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সওজের মাস্টাররোল কর্মচারীদের ৭ দফা দাবিতে মানববন্ধন


১৯ অক্টোবর ২০২৫ ১৬:০৫

৭ দফা দাবিতে মানববন্ধন। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: বেতনবৈষম্য নিরসন, চাকরির স্থায়ীকরণসহ ৭ দফা দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাস্টাররোলভুক্ত কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি আব্দুল গফুর মণ্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, রাজবাড়ী সওজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনজুরুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন।

মানববন্ধনে কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-মাস্টাররোল কর্মচারীদের স্থায়ীকরণ, বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করা, ২৭ মামলার নীতিমালা দ্রুত চূড়ান্ত করা, নীতিমালায় অতিরিক্ত সাতটি মামলা অন্তর্ভুক্ত করা, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, পদোন্নতির সুযোগ সৃষ্টি করা এবং অবসরকালীন সুবিধা প্রদান।

বিজ্ঞাপন

এছাড়া বক্তারা জানান, সড়ক ও জনপথ বিভাগের মাস্টাররোল শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবিচার ও বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই ২০-২৫ বছর ধরে একই পদে কাজ করলেও এখনো চাকরির নিশ্চয়তা ও নিয়মিত বেতন পান না। তারা বছরের পর বছর রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ ও সরকারি প্রকল্পের কাজ করছেন। অথচ এখনো স্থায়ী নিয়োগ দেওয়া হয়নি। পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকারের প্রতি আহ্বান অবিলম্বে মাস্টাররোল কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক।

মানববন্ধন শেষে কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

বিজ্ঞাপন

ক্রিকেটীয় শিষ্টাচার
১৯ অক্টোবর ২০২৫ ১৭:৩৯

চারিদিকে কী একটা অবস্থা
১৯ অক্টোবর ২০২৫ ১৭:২৯

আরো

সম্পর্কিত খবর