Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৬:০৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:১১

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে ড. মুহাম্মাদ রেজাউল করিম।

লক্ষ্মীপুর: রেললাইন স্থাপনের দাবিতে লক্ষ্মীপুর জেলা জামায়াতের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম সংবাদ সম্মেলনে বলেন, `রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে। এতে জেলার কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

তিনি আরও উল্লেখ করেন, লক্ষ্মীপুরে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা রয়েছে। সমৃদ্ধ অর্থনৈতিক লক্ষ্মীপুর গড়তে তিনি রেললাইন স্থাপনে সরকারের কাছে জোরালো দাবি জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া জানান, লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের উদ্যোগ অনেক পুরোনো। সর্বপ্রথম ১৯৭৩ সালে চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য মাঠ জরিপ হয়। তখন সম্ভাব্য রেল স্টেশনের স্থান ও সংখ্যাও নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালের ৭ আগস্ট লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে রেললাইন স্থাপনের জন্য মন্ত্রণালয়ে একটি চাহিদাপত্রও দাখিল করা হয়। তৎকালীন রেলমন্ত্রী রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছিলেন। কিন্তু এত বছর পরও এই অঞ্চলের মানুষ রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সভাপতি মোমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান এবং চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন প্রমুখ।

সারাবাংলা/এসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

ক্রিকেটীয় শিষ্টাচার
১৯ অক্টোবর ২০২৫ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর