Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৭ বছরে ১৭ মিনিটও দলের কাজে ফাঁকি দিয়ে নিজের কাজ করিনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৬:২৪

বিএনপি আয়োজিত বৈঠকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ।

নাটোর: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, ‘১৭ বছরে ১৭ মিনিটও দলের কাজে ফাঁকি দিয়ে নিজের কাজ করি নাই, নিজের সন্তানকেও জেলে থাকা অবস্থায় কোলে নিয়েছি। দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন আমি সে সিদ্ধান্তের সঙ্গে আছি।’

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমানের ৩১ দফার সুফল সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

বিজ্ঞাপন

দাউদার মাহমুদ বলেন, ‘আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যাকে চূড়ান্ত মনোনয়ন দিবেন, আমিসহ আপনারা অবশ্যই ধানের শীষের জন্য কাজ করবেন। তিল তিল করে গড়ে তোলা সংগঠন বিএনপি। ৩১ বছর দলের সঙ্গে আছি। রাজনীতির ২৯ বছরই দলের বড় বড় পদে দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ, দলের প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে তারেক রহমান সবচেয়ে বেশি নারী অধিকারকে গুরুত্ব দিয়েছেন। মা-বোনদের অধিকারকে মূল্যায়ন করেছেন। ৩১ দফা শুধু মুসলিমের জন্য নয়, শুধু হিন্দুর জন্য নয়, শুধু পাহাড়ির জন্য নয়, শুধু সমতলের জন্য নয়। এটি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য।’

সুকাশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক এম এ হান্নান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, আক্তারুল ইসলাম, এম এ কবির বাবুল, শিপন আহসান, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর