Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্থিক সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে অর্থ বিভাগের পরামর্শ গ্রহণ বাধ্যতামূলক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৯:১১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২০:০৯

ঢাকা: সরকার পরিচালনার বিধান অনুযায়ী কর বহির্ভূত রাজস্ব (এনটিআর) ও জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত ফি কার্যকর করার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কোনো কোনো মন্ত্রণালয় ও বিভাগ তা মানছে না। এ প্রেক্ষিতে মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক আর্থিক সংশ্লেষ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে অর্থ বিভাগের পরামর্শ গ্রহণে পুনরায় বাধ্যবাধকতা আরোপ করে অতি সম্প্রতি নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর বিধি-১৩ অনুযায়ী, রাজস্ব নীতি, কর, শুল্ক এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে যে কোন মন্ত্রণালয়/বিভাগ-এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থ বিভাগের মতামত গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, সরকার পরিচালিত বিধি ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামোর আওতায় আর্থিক সংশ্লেষ সংক্রান্ত যেকোনো বিষয়ে মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক বিশেষ আদেশ (এসআরও)/বিধি, প্রজ্ঞাপন জারি করার পূর্বে অর্থ বিভাগের পরামর্শ গ্রহণ করা বাধ্যতামূলক। কিন্তু সম্প্রতি পরিলক্ষিত হয়েছে যে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক কর-বহির্ভূত রাজস্ব ও জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর রাজস্ব সংক্রান্ত রেইট/ফি কার্যকর করার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন গ্রহণ করা হচ্ছে না।

বিজ্ঞাপন

এমতাবস্থায়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধি-১৩ অনুযায়ী আর্থিক সংশ্লেষ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে অর্থ বিভাগের পরামর্শ/মতামত গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো- বলে পরিপত্রে উল্লেখ করা হয়।

প্রসঙ্গক্রমে পরিপত্রে আরও বলা হয়, টেকসই বাজেট ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং স্বনির্ভর অর্থনীতির ভিত্তি স্থাপনে এনটিআর (নন-ট্যাক্স রেভিনিউ) এবং নন-এনবিআর কর রাজস্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্ব আহরণের ক্ষেত্রে করের পাশাপাশি, কর-বহির্ভূত আয় এবং জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত (নন-এনবিআর) উৎস থেকেও রাজস্ব সংগ্রহ জাতীয় বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে। অর্থ বিভাগ জাতীয় রাজস্ব কাঠামোর ভিত্তি মজবুত করতে নীতিগত দিকনির্দেশনা প্রদান করে এবং এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করে। এ লক্ষ্যে, সুনির্দিষ্ট রাজস্ব নীতি ও প্রশাসনিক কাঠামোর অধীনে অর্থ বিভাগ এনটিআর এবং নন-এনবিআর উৎস থেকে রাজস্ব আহরণ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর