Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৯:১৫

ঢাকা: সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ক্যাডারের ৭৩ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৭৪৭ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের ২২৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক [ক্যাডার] মাসুমী আফরীন জানান, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটকের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর