ঢাকা: আগামী ২৬ অক্টোবর পর্যন্ত বাড়লো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ১২২টি পদে প্রধান শিক্ষক নিয়োগ আবেদনের সময়।
রোববার (১৯ অক্টোবর) পিএসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত কয়েকদিন ধরে প্রধান শিক্ষক পদে নিয়োগের আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। বার বার চেষ্টা করেও মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে ফি দিতে পারছেন না বলে জানিয়েছেন অনেকেই।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট সরকারি কর্মকমিশন (পিএসসি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল আগামীকাল সোমবার (২০ অক্টোবর) পর্যন্ত। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরি প্রত্যাশীরা।