ঢাকা: দেশের ৩৫টি জীবন বিমা কোম্পানির মধ্যে ৪-৫টির অবস্থা ভালো- বলে মন্তব্য করেছেন রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন (জেবিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মুহিবুজ্জামান।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর মতিঝিলে জীবন বিমা কর্পোরেশন-এর প্রধান র্কাযালয়ের সম্মেলন কক্ষে জেবিসি’র ‘গ্রাহক সেবা পক্ষ’ এবং ‘জেবিসি পেনশন বিমা’ স্কিম উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মুহিবুজ্জামান বলেন, দেশে ৩৫টি জীবন বিমা কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। এর মধ্যে ৪-৫টির অবস্থা ভালো। আবার দুই একটি বিদেশি কোম্পানি ধনী শ্রেণীর মধ্যে কাজ করে। কিন্তু জীবন বীমা কর্পোরেশন-এর মূল লক্ষ্য দেশের শহর-গ্রাম সবখানে প্রান্তিকসহ শ্রেণীর গ্রাহকের কল্যানে কাজ করা। প্রতিষ্ঠানটি বীমার পলিসি যথাযথভাবে গ্রাহক ও তাদের বৈধ নমিনির কাছে হস্তান্তর করে। মুনাফার বাড়তি টাকা সরকারের কোষাগারে জমা দেয়। সুতরাং জীবন বীমা দেশের জন্য কাজ করে, মুনাফা অর্জন মূল লক্ষ্য নয়।
তিনি বলেন, জীবন বীমা কর্পোরেশন (জেবিসি) মানুষের জীবনের সথে জড়িত একটি প্রতিষ্ঠান। এটি প্রান্তিক পর্যায়ের মানুষের সুবিধা দিতে নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নতুন স্কিম চালুর মাধ্যমে গ্রাহককে আকর্ষণ করতে সকল চেষ্ট অব্যাহত রেখেছে। গ্রাহককে উত্তম সেবার মাধ্যমে নিশ্চিত পলিসির অর্থ পরিশোধ করতে বদ্ধপরিকর। আর জীবন বীমার পেনশন স্কীমের পুরো অর্থ কর আওতামুক্ত থাকবে। এতে গ্রাহক পুরো অর্থ ভোগ করতে পারবেন। নতুন স্কিম দেশের প্রান্তিক মানুষসহ সব গ্রাহকদের স্বস্তি দিবে।
মুহিবুজ্জামান বলেন, স্বাধীনতার পর থেকে জীবন বীমা কর্পোরেশন গ্রাহককে আন্তরিক সেবা দিয়ে যাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান হিসাবে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে কর্পোরেশনটি। সেবা প্রসারের লক্ষ্যে একের পর এক গ্রাহকবান্ধব স্কিম চালু রাখা হয়েছে। সেই লক্ষ্যে নতুন আঙ্গিকে বাড়তি সুবিধা নিয়ে গ্রাহকের সামনে ফের হাজির হয়েছে জীবন বীমা কর্পোরেশন। এ ধারাবাহিকতায় নতুন পেনশন স্কিম চালু করা হয়েছে
অনুষ্ঠানে জানানো হয়, জেবিসি পেনশন বীমার আওতায় পলিসি গ্রাহক আজীবন পেনশন সুবিধা পাবেন। নমিনিকেও পেনশনের আওতায় রাখার সুযোগ রয়েছে। মেয়াদপূর্তিতে এককালীন অথবা মাসিক ভিত্তিতে পেনশন সুবিধা গ্রহণ করা যাবে। প্রিমিয়ামের অর্থ আয়কর রেয়াত থাকবে। আর ২০ থেকে ৬০ বছর বয়সী মানুষ এই বীমার সুবিধা পাবেন।
অনুষ্ঠানে গ্রাহক এসকে মো. হাসান এবং শায়লা শারমিন-এর প্রিমিয়ামের মেয়াদ পূর্তির চেক হস্তান্তর করা হয়।