Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অঁরির জয়, অঁরির হার


১০ জুলাই ২০১৮ ১৭:১৭ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৭:২৩

স্পোর্টস ডেস্ক

বিশ বছর আগের ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সেনানী ছিলেন দুজনেই। সেই সোনালী সময়ে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের নাম মনে করতে গেলে প্রথমদিকেই আসবে জিনেদিন জিদান, থিয়েরে অঁরি, দিদিয়ের দেশমের নাম। বিশ্বকাপজয়ী দলে দেশম ছিলেন অধিনায়ক, আর অঁরি অন্যতম স্ট্রাইকার। আজ সময়ের ফেরে অধিনায়ক দেশম ফ্রান্সের কোচ হিসেবে আবার দলের রক্ষাকর্তার ভূমিকায়। আর অঁরি দাঁড়িয়ে ঠিক উল্টোপথে- প্রতিপক্ষ বেলজিয়ামের সাইডবেঞ্চে, দলটির সহকারী কোচ হয়ে।  তাই বোধহয় আজ মহারণের দিনে কোচ দেশম বলেই ফেললেন, বেলজিয়ামের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনায় সবচেয়ে বেশি ভাবাচ্ছে এই একটিই নাম।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার সেন্ট পিটার্সবার্গের জেনিট স্টেডিয়ামের কনফারেন্স হলে বসার আগেই দেশম জানতেন এমন প্রশ্ন আসবেই। অনুমিতভাবেই সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, ‘বেলজিয়ামের সাইড বেঞ্চে অঁরি থাকবেন। ফরাসি ফুটবলের সবকিছুই তো তার জানা। তাই এই পরিস্থিতিতে কীভাবে পরিকল্পনা সাজাচ্ছেন?’ এর জবাব দিতে অবশ্য সময় নেননি প্রফেসর কোচ হিসেবে পরিচিত দেশম। জানালেন, এমনটা তিনি চাননি। তবে বিষয়টি যে আগেই ভেবে রেখেছেন তাও স্বীকার করলেন দেশম।

নাছোড়বান্দা সাংবাদিকদের পরের প্রশ্ন ছিল, তাহলে পরিকল্পনা কী? সমাধানই বা কোথায়? এর জবাবে সহযোদ্ধার বেশ খানিকটা প্রশংসাই করলেন দেশম। বললেন অঁরির ফুটবলবোধ অসাধারণ। আর এই অসাধারণত্বের জোরেই মার্তিনেজ ও অরির জুটি বেলজিয়ামকে নিয়ে এসেছে সেমিতে। তবে এও বলতে ভুললেন না- মাঠে কোচদের তেমন কিছু করার নেই। ম্যাচে যা পার্থক্য গড়ার গড়ে দেবেন- ডি ব্রুইন, লুকাকু, এমবাপে, গ্রিজম্যানরাই।

বিজ্ঞাপন

এদিকে আজকের সেমিফাইনালে থিয়েরে অঁরির ত্রিশঙ্কু দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের তাবৎ সব সংবাদমাধ্যমই। গার্ডিয়ান লিখেছে, রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স বা বেলজিয়ামের মধ্যে যে দলই হারুক অঁরির জন্য অনুভূতিটা হবে অন্য রকম। একদিকে মাতৃভূমি ফ্রান্স। অন্যদিকে নিজের দায়িত্বপ্রাপ্ত দল বেলজিয়াম। যে-ই হারুক কষ্টটা তাঁর সমানই হবার কথা! একইসঙ্গে জয় আর হারের অনুভূতি যে অঁরির কাছে এই প্রথম।

তবে অঁরি জানিয়েছে- এই উভয়সংকট তাঁকে নির্লিপ্ত করে দিয়েছে। গার্ডিয়ানের কাছে তিনবারের বিশ্বকাপে খেলা অঁরি বলেন, বহু আন্তর্জাতিক ম্যাচের স্বাক্ষী হিসেবে তিনি এটা জানেন খেলায় একদলের জিত আর আরেকদলের হার হয়। আজকের খেলাটিও তেমনই একটি খেলা। তবে একজন পেশাদারী কোচের মতোই তার আচরণ এবং অনুভূতি মাঠে থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে শুভেচ্ছা জানাতে ভোলেননি নিজের দেশ ফ্রান্সের ফুটবল দলকে।

 

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর