Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৪:৩১

জেলা প্রশাসক মোহাম্মদ নাঈরুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষক প্রতিনিধিদল। ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারীতে শিক্ষা সংস্কার ও শিক্ষকদের চলমান সমস্যা সমাধানসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফোরামের নীলফামারী জেলা শাখা।

রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নাঈরুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষক প্রতিনিধিদল।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মো. ছাদের হোসেনের নেতৃত্বে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারি সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সেক্রেটারি প্রভাষক মো. উমর ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো-বাড়ি ভাড়া ৪৫ শতাংশ করতে হবে, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত ১০৮৯ এবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত করতে হবে, নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে, স্বৈরাচারী সরকারের আমলে যেসব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

শিক্ষক নেতৃবৃন্দ জানান, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষা কাঠামোর সার্বিক উন্নয়নে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলেও তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর