গাজীপুর: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদল।
বিক্ষোভ মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন কলেজ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হাশিম এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আবীর। মিছিলে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন,‘ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ড কোনোভাবেই ন্যায্য হতে পারে না। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
নেতারা আরও বলেন, ‘আজকের এই হত্যাকাণ্ড প্রমাণ করে বর্তমান সরকার ও তাদের পোষ্য বাহিনী ভিন্নমত দমনে নেমে পড়েছে। তারা গণতন্ত্র, শিক্ষা ও রাজনীতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। কিন্তু আমরা ভয় পাই না—জুবায়েদের রক্ত বৃথা যাবে না।’
মিছিল শেষে সমাবেশে নিহত জুবায়েদ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।