Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুবায়েদ হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৬:৪৮

রাজবাড়ী: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসেন খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কলেজের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা—’জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’; ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘ছাত্রদলের একশান, ডাইরেক্ট একশান’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’; ‘ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কি করে’ ইত্যাদি স্লোগান দেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সিনিয়র সহ-সভাপতি সুজন আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসানসহ অনেকেই বক্তব্য দেন। এ সময় রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আমরা পাঁচ আগস্ট পরবর্তী একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। জুবায়েদ শুধুমাত্র ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাণবন্ত ও মেধাবী ছাত্র। জুবায়েদ যখন টিউশনি করাতে যাচ্ছিল তখন একটি মহল তাকে নৃশংসভাবে হত্যা করে। আমরা রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে জুবায়েদের হত্যার গুনাহিদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর