Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিহীনের টাকা আত্মসাৎ, এনজিও কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৮:০২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ভূমিহীনদের মধ্যে বিতরণের জন্য সরকারের দেওয়া ঋণের টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) এক কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলার বিচার শেষে সোমবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় দেন।

দুদকের আইনজীবী রেজাউল করিম রনি সারাবাংলাকে রায়ের বিষয়টি জানিয়েছেন।

দণ্ডিত সৈয়দ হাসানুজ্জামান লিটন ‘রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর ল্যান্ডলেস’ (র‌্যাডল) নামে একটি এনজিও’র মহাসচিব ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলায়।

বিজ্ঞাপন

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ১৯৯৬ সালে র‌্যাডল চট্টগ্রাম জেলার ১০টি আদর্শ গ্রামের ভূমিহীনদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের ঋণ বিতরণের দায়িত্ব পেয়েছিল। এজন্য মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই টাকা পুরোপুরি বিতরণ না করে ২ লাখ ২৩ হাজার ১৭০ টাকা আত্মসাত করার অভিযোগে দুটি মামলা হয়।

২০০৩ সালের ১৮ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক চৌধুরী এম এন আলম বাদী হয়ে হাসানুজ্জামানের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা দুটি করেন। তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য শেষে আদালত আজ মামলা দুটির রায় দিয়েছেন আদালত।

দুদকের আইনজীবী রেজাউল করিম জানান, ৭৯ হাজার ১৭০ টাকা আত্মসাতের মামলায় দণ্ডবিধির ৪০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের আরেক মামলায় একই সাজা দেওয়া হয়েছে। আত্মসাত করা সমপরিমাণ টাকা হাসানুজ্জামানকে জরিমানা হিসেবে পরিশোধ করতে বলেছেন আদালত।

দণ্ডিত হাসানুজ্জামান জামিনে গিয়ে পলাতক আছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।