Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলজিয়ামের অধিনায়ক ফ্রান্সের সমর্থক!


১০ জুলাই ২০১৮ ১৭:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের খেলাটিকেই অনেকেই অভিহিত করছেন ফাইনাল খেলা বলে। অবশ্য এর সঙ্গত কারণও রয়েছে। ফুটবলবোদ্ধাদের মতে এবারের বিশ্বকাপে ফ্রান্স আর বেলজিয়ামের খেলাই এখন পযর্ন্ত সেরা। আর সেরা এই ম্যাচ সম্পর্কে অদ্ভুত এক তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। সংবাদমাধ্যমটির তথ্যমতে, বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ড ছিলেন ফ্রান্সের সমর্থক।

সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন হ্যাজার্ড নিজেই। সঙ্গে রশদ হিসেবে নিজের টুইটারে দিয়েছেন ফ্রান্সের জার্সি পরিহিত একটি ছবি। ছবিতে ইডেন হ্যাজার্ড তার দুই ভাইয়ের সঙ্গে ফ্রান্সের জার্সি গায়ে সমুদ্রের পাড়ে দেখা গেছে।

বিজ্ঞাপন

তবে আটানব্বইয়ে ফ্রান্সের সমর্থক ছিলেন বলে এবারও যে প্রতিবেশি ফুটবল পরাশক্তির দেশটিকেই সমর্থন করছেন তা কিন্তু নয়। হেজার্ড বলেছেন, এবার তারা ইতিহাস সৃষ্টি করে বিশ্বকাপ নিয়েই ফিরবেন। তার দাবির সমর্থনে বিশ্বকাপের বরাবরের ‘কালোঘোড়া’ বেলজিয়াম দলের অন্যতম অস্ত্র হয়ে আছেন গোলরক্ষক কোর্তোয়া। রক্ষণে আছেন কোম্পানি, মধ্যমাঠে ডি ব্রুইনদের সাথে আক্রমণে হ্যাজার্ড, লুকাকু। আক্রমণে দু’জন এক হলে প্রতিপক্ষের জন্য কেমন বিপদ হতে পারে, সেটা এর মধ্যেই দেখিয়ে দিয়েছেন তারা। নিজেদের সামর্থ্য এরই মধ্যে বেশ ভালভাবেই দেখিয়েছে বেলজিয়ানরা। ১৯৮৬ সালের পর এবার সেমিতে ওঠা দলটি এবার অবশ্য সেরাটাই পেতে লড়বে।

এদিকে এবারের আসরে ফেভারিট হয়েই এসেছিল ফ্রান্স। বিশ্বকাপে এ নিয়ে ৬ বার সেমিতে খেলতে নামছে ফরাসিরা। কোচের দায়িত্বে দিদিয়ের দেশম যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, তাতে অনেক কিছুই আশা করা যেতে পারে।

তারুণ্যে ভরা দলটিতে আছেন উসমান দেম্বেলে, নাবিল ফেকির, থোভিনরা। আর আক্রমণে পগবা-গ্রিজমানরা তো আছেনই। তাই বেলজিয়ামের বিপক্ষে হয়তো বড় চমক দেখাতে পারে দেশমের ছাত্ররা।

 

সারাবাংলা/ এসবি

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর