Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা বাদশার বাড়িতে মিলল রাইফেল-গুলি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ২১:৪১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ২৩:৪১

উদ্ধার হওয়া রাইফেল ও গুলি।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশার বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিএনপি নেতা এই ঘটনাকে সম্পূর্ণ ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন।

অস্ত্র উদ্ধারের ঘটনায় সোমবার (২০ অক্টোবর) দুপুরেই হাজীমারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে বাদশার বিরুদ্ধে রায়পুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। এর আগে ভোরবেলায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বাদশার বাড়িতে এই অভিযান চালায় যৌথ বাহিনী।

পুলিশ জানায়, বাদশার ঘর থেকে তিন খণ্ড বিশিষ্ট একটি রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাদশা বাড়িতে ছিলেন না।

বিজ্ঞাপন

বিএনপি নেতা আমিনুল আজিজ বাদশা গাজী বলেন, ‘আমি ৩৫ বছর ধরে রাজনীতি করি। কখনো নোংরা রাজনীতি করিনি। আমার ওই বাড়ি পরিত্যক্ত। কে বা কারা অস্ত্র এনে সেখানে রেখেছে। আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। এটা ষড়যন্ত্র।’

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাদশার বাড়িতে অভিযান চালানো হয়। অস্ত্র-গুলি উদ্ধার হলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

সারাবাংলা/এসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর