Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের নিলাম কাল

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ২১:৫২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ০০:৪৬

বাংলাদেশ ব্যাংক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ১০ বছর মেয়াদী বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (রি-ইস্যু) নিলাম মঙ্গলবার (২১ অক্টোবর)। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হবে। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্ডের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার কোটি টাকা। আর মেয়াদ ২৩ জুলাই ২০২৫ থেকে ২৩ জুলাই ২০৩৫ সাল পর্যন্ত। এছাড়া, বন্ড বিলের কুপন হার ঘোষণা করা হয়েছে ১০ দশমিক ৪৮ শতাংশ। আর বন্ড সিরিয়াল বা আইএসআইন হলো ০৯৩৫০৩১১০৬।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োজিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিলামে অংশ নিতে পারবে। অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজস্ব বা গ্রাহক গ্রুপের পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে অংশ নেবে। সংশ্লিষ্ট বিভাগ থেকে পূর্বানুমতি সাপেক্ষে ম্যানুয়াল পদ্ধতিতে নিলাম হতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশের সরকারি সিকিউরিটিজ-বাজারে বিভিন্ন মেয়াদের ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। সেগুলো হলো- ২ বছর, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর ও ২০ বছর মেয়াদী। সরকারের ঋণ চাহিদা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তারল্য (লিকুইডিটি) বিভিন্নভাবে প্রভাবিত করে এসব বন্ড। এছাড়া, সরকার স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের মাধ্যমে ঋণ সংগ্রহ করে থাকে।

সারাবাংলা/এসএ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর