Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ২২:৩৭

প্রতীকী ছবি। বিদ্যুতায়িত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. ছৈয়দ আহমদ রাহিম (৪) নামের এক শিশু নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার বাইশারীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছৈয়দ আহমদ রাহিম বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম বাইশারী গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বাড়িতে খেলার সময় রাহিম বৈদ্যুতিক মাল্টি-প্লাগে সংযোগ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাইশারী বাজারের ডা. নুরুল আমিনের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাহিম-এর বাবা মো. আক্তারুজ্জামান বলেন, ‘আমি তখন ঘরের বাইরে ছিলাম, স্ত্রী নামাজ পড়ছিলেন। হঠাৎ শুনি আমার বাচ্চা পড়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। আমার ছেলেটা চলে গেল আল্লাহর ইচ্ছা।’

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি। এটি একটি দুর্ঘটনা।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর