Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলায় উদ্বেগ এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১১:১৮ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:৩২

জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ; তাদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার কেড়ে নেয়।”

বিবৃতিতে এনসিপি তিন দফা দাবি জানায়—

১. আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে হবে;

বিজ্ঞাপন

২. রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে;

৩. গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে।

একই সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানানো হয় বিএনপির প্রতি।

এনসিপি বলেছে, মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না। এ ধরনের ঘটনা ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি করে। দলটি সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বিকেলে গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম ওই ঘটনায় আহত হন। হামলাকারীরা তার মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং আরও কয়েকজন সাংবাদিককে হেনস্তা করেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর