Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণে বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই প্রতিনিধি দল

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৬:২২ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:২৯

বিএনপির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই প্রতিনিধি দল।

ঢাকা: ২০২৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণে তিনদিনের বাংলাদেশ সফরে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্দলীয় সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) প্রতিনিধি দল।

আইআরআই বিশ্বব্যাপী গণতন্ত্র ও স্বাধীনতার অগ্রগতির জন্য নিবেদিত অলাভজনক একটি প্রতিষ্ঠান।

প্রতিনিধি দলটি গত ২০ অক্টোবর থেকে বাংলাদেশে তাদের প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন মোতায়েন করেছে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত প্রতিনিধি দল তাদের অংশগ্রহণ অব্যাহত রাখবে।

জানা গেছে, আন্তর্জাতিক নীতি ও নির্বাচন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই উচ্চস্তরের মিশনটি ২০ অক্টোবর ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিসরের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে দেখা করার জন্য এবং নির্বাচনী প্রতিযোগিতা ও নাগরিক সম্পৃক্ততার মূল বিষয়গুলো পরীক্ষা করার জন্য।

বিজ্ঞাপন

আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক বিভাগের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, ‘এই মিশনটি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সমর্থনের জন্য আইআরআই-এর প্রতিশ্রুতিকে আরও স্পষ্ট করে তোলে। আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ এবং নির্বাচনী পরিবেশের অবস্থা মূল্যায়নের জন্য উন্মুখ।’

মিশন শেষে আইআরআই ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়ন, নির্বাচনি অখণ্ডতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ গড়ে তোলার জন্য সুপারিশ প্রদান করে একটি বিবৃতি প্রকাশ করবে।

১৯৮৪ সাল থেকে আইআরআই বিশ্বব্যাপী ২৫০টিরও বেশি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন সংগঠিত করেছে।

এর আগে, আইআরআই প্রতিনিধি দল সোমবার (২০ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর