লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে আরিফ হোসেন (৪০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। জমি নিয়ে পূর্ব-বিরোধের জেরে সাবেক এক নারী কাউন্সিলর ও তার সহযোগীরা আরিফকে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।
নিহত আরিফ রায়পুর পৌরসভার গোলাম রহমান সর্দার বাড়ির মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
নিহতের স্ত্রী নাসিমা আক্তার জানান, ঘটনার রাতে আরিফের মোবাইলে কল এলেও তিনি বের হননি। পরে বাহির থেকে কেউ ডাকলে তিনি বেরিয়ে গিয়ে রাতে আর ফেরেননি। সকালে বাড়ির অদূরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহতের ভাই শরীফুল ইসলাম ও বোন নাসরিন আক্তার জানান, জমি নিয়ে রায়পুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শামছুন্নাহার লিলির সঙ্গে তাদের বিরোধ ছিল। এই বিরোধের জেরে ১০ অক্টোবর লিলির নেতৃত্বে তাদের ওপর হামলা হয়, যেখানে শরীফের মাথায় আঘাত লাগে। পরে লিলিরাই উল্টো মামলা করলে তারা জামিনে আসেন। এরপর প্রকাশ্যে হুমকির পরই শনিবার (১৮ অক্টোবর) রাতে লিলি ও তার লোকজন পরিকল্পিতভাবে আরিফকে ডেকে নিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন তারা।
রোববার (১৯ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। বিকেলে বোন নাসরিন বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছে, প্রতিবেশী লিলির সঙ্গে জমি নিয়ে আরিফদের বিরোধ ছিল এবং কিছুদিন আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক কাউন্সিলর শামছুন্নাহার লিলির মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল জানান, মরদেহের ডান পায়ের হাড় একাধিক অংশ ভাঙা ছিল, তবে পায়ে দৃশ্যমান কোনো আঘাত দেখা যায়নি। কপালের ডান পাশে চোখের কাছে থেতলানো জখম ছিল।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।