চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সহপাঠীর ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. তানভীর (১৬) পৌরসভার পশ্চিম আলীনগর এলাকার আবু তালেবের ছেলে। সে আলীপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনাস্থলে যাওয়া হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) রূপন নাথ বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নবম শ্রেণির ছাত্রদের কয়েকজনের মধ্যে স্কুলে ঝগড়া হয়েছিল। বিকেলে ছুটির পর স্কুলের বাইরে সড়কে তানভীরকে তার কয়েকজন সহপাঠী মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান এসআই রূপন নাথ।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে এক স্কুলছাত্রকে আনা হয়েছিল। তবে আগেই তার মৃত্যু হয়েছে। তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। হাসপাতালে তারা স্বজনরা জানিয়েছেন, স্কুলের বাইরে নাকি তার এক বন্ধুকে কয়েকজন মিলে মারধর করছিল। সে বাঁচাতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়। যারা মারধর করছিল, তারাও তাদের বন্ধু।’
মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এসআই আলাউদ্দিন জানান।