চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে সামেনা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কুলতলা গ্রামের কুলতলা মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।
সামেনা বেগম একই গ্রামের মরহুম আব্দুর রহমানের স্ত্রী।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, সামেনা বেগমের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।