ঢাকা: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বাস্তবায়ন হার কিছুটা বেড়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার ছিল ৪ দশমিক ৭৫ শতাংশ।
রোববার (১৯ অক্টোবর) এডিপি বাস্তবায়নের এ হাল নাগাদ তথ্য প্রকাশ করেছে পরিকল্পনা কমিশন-এর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
আইএমইডি তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে গত অর্থবছরের তুলনায় এডিপি বাস্তবায়নের হার বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে। মন্ত্রণালয় ও বিভাগগুলো গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছর তুলনামূলকভাবে কম অর্থ খরচ করেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এডিপি ব্যয় দাঁড়িয়েছে ১২ হাজার ১৫৮ কোটি টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরে একই সময়ে মোট ব্যয়ের পরিমাণ ছিল ১৩ হাজার ২১৫ কোটি টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যয় কমেছে ১ হাজার ৫৭ কোটি টাকা।