Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যালকোহল পানে মৃত্যু: কবর থেকে ৪ মরদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৯:২৯

ময়নাতদন্তের জন্য চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিষাক্ত অ্যালকোহল পানে ৭ জনের মৃত্যুর ঘটনায় মরদেহের ময়নাতদন্তের জন্য চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ডিঙ্গেদহ এলাকায় আদালতের আদেশে এসব মরদেহ উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির উপস্থিত ছিলেন।

যাদের মরদেহ উত্তোলন করা হয়েছে তারা হলেন- সদরের পিরোজখালি গ্রামের নবীছউদ্দিনের ছেলে লাল্টু হোসেন, খেজুরা গ্রামের মরহুম দাউদ আলীর ছেলে সেলিম, নফরকান্দী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খেদের আলী ও শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লা।

এর আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় বেশ কয়েকজন বিষাক্ত অ্যালকোহল পান করেন। এরপর তারা একের পর এক অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে ৭ জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ মৃতদের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। এ সময় জানা যায়, মৃতদের মধ্যে ৪ জনকে দাফন করে ফেলেছিল তাদের পরিবারের সদস্যরা। আদালতের নির্দেশে ওই ৪ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর