Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি গুজব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২১:৩৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানায়।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ কতিপয় সংবাদ মাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক প্রচারণাটি একেবারেই গুজব। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

মন্ত্রণালয় মনে করে, এ ধরনের মিথ্য তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মহল বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রয়াস। মন্ত্রণালয় এ ধরনের গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছে। প্রকৃতপক্ষে কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে।

বিজ্ঞাপন

তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে কাতারে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন কর্মী কর্মরত রয়েছে।

এ ছাড়া, কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী পাঠানোর বিষয়ে মহলবিশেষের বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণার বিষয়টিও মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর