Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়িতে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২৩:৪১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০১:৪৩

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের একজন বিষপানে এবং অপর শিশু পানিভর্তি বালতিতে পড়ে মারা যায়।

ঘটনা দুটি নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে ও দুপুরে প্রথমটি সদর ইউনিয়নে, অপরটি সোনাইছড়ি ইউনিয়নে পারিবারিক কলহের জেরে যুবক বিষপানে আত্মহত্যা করেছে।

সূত্র মতে,পানিতে ডুবে মারা যাওয়া শিশু নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা ৫ নং ওয়ার্ডের থোয়াইগ্গা ঝিরি গ্রামে। মৃত শিশুটির নাম আরিফা আক্তার। আরিফার পিতা মুহাম্মদ জাকারিয়া জানান, সকাল ১১টার দিকে বসতঘরের সামনে রাখা পানির বালতি ধরে খেলার সময় বালতির ভেতরে পড়ে যায়। এ সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে মেয়েকে না পেয়ে খুঁজতে গিয়ে আরিফা কে বালতির ভেতরে দেখতে পান তিনি। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পৃথক ঘটনায়-নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুনার পাড়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যা করা যুবকের নাম আরিফুল (২০)।

সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, বিষপানে মৃত্যুবরণকারী আরিফুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক জানান দু’টি ঘটনার বিষয়েই তিনি অবগত আছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর