মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় স্থানীয় বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় পিটুনির শিকার হয়ে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
নিহত ওই যুবকের নাম শান্ত (২৬)। তিনি পঞ্চসার ইউনিয়নের চাম্পাতলা গ্রামের মৃত বাদশা হাওলাদারের ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, চাম্পাতলা এলাকায় সোমবার মাগরিবের সময় স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রে সংঘর্ষ ঘটে। নিহত শান্ত ভাতিজাকে বাঁচাতে এগিয়ে গেলে বিপরীত পক্ষের একজন হকিস্টিক দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মারা যান।
মৃত্যুর পর শান্তের মা বাদী হয়ে সদর থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামি হিসেবে চাম্পাতলা এলাকার মাসুম, ফয়সাল, রাসেল, বাবু ও তার সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।
ওসি এম সাইফুল আলম জানিয়েছেন, এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে।