Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু রুহাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ০০:২৪

আয়ান খান রুহাব।

সাতক্ষীরা: বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতক্ষীরার শিশু আয়ান খান রুহাব। মাত্র আট মাস বয়সেই রুহাব এই বিশেষ স্বীকৃতি পেয়েছে।

ইমরান রাব্বি ও আয়শা আক্তার দম্পতির একমাত্র ছেলে রুহাব।

রুহাবের জন্ম ও ভবিষ্যৎ জীবনকে কার্বন-নিউট্রাল করতে তারা সাতক্ষীরায় ৫৮০টি গাছ রোপণ করেছেন, যা তার জীবনব্যাপী কার্বন নিঃসরণ অফসেট করবে। এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD)-এর গ্রান্টজয়ী উদ্যোগ ঢাকা প্ল্যান্টারস থেকে স্বীকৃতি পেয়েছে টেকসই উন্নয়নে অবদানের জন্য।

ইমরান রাব্বি বলেন, ‘আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটা তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র। সবাই রুহাবের জন্য দোয়া করবেন, যেন সে সুন্দর মনের মানুষ হয় এবং প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠে।’

বিজ্ঞাপন

রুহাবের বাবা ইমরান রাব্বি গ্রিনম্যান প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা কিরণের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তাদের এই উদ্যোগের মাধ্যমে শিশুর জীবনের শুরু থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর