Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১১:৪৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৩:১০

ছবি: সংগৃহীত

ঢাকা: ১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার উদ্দেশ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুততম সময়ে ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। এজন্য ফোন করতে বলা হয়েছে নিম্নোক্ত নম্বরগুলোতে— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও তথ্য জানানো যেতে পারে।

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ সন্ধ্যায়ই মাস শুরু সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর