ঢাকা: ১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার উদ্দেশ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুততম সময়ে ইসলামিক ফাউন্ডেশনকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। এজন্য ফোন করতে বলা হয়েছে নিম্নোক্ত নম্বরগুলোতে— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, এবং ০২-২২৩৩৮৩৩৯৭।
এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও তথ্য জানানো যেতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ সন্ধ্যায়ই মাস শুরু সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানা গেছে।