Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের জন্য ভোট দেওয়ার অ্যাপ চালু হচ্ছে ১৬ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৫:১০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৬:০৯

প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী মাসের ১৬ নভেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য উন্মুক্ত করা হবে নির্বাচনি অ্যাপ।

বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংসদ নির্বাচনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচিতে এ সুখবর দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এই অ্যাপ থেকে নিবন্ধন সম্পন্ন করে পরবর্তীতে সংসদ নির্বাচনের ভোট দিতে পারবেন তারা।

তিনি বলেন, ‘প্রবাসীদের ভোটের দায়িত্বে নিয়োজিতদের এবং কয়েদিদের জন্য অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করছি। তারা নিবন্ধন সম্পন্ন করলে ভোটারের ঠিকানায় ব্যালট পাঠিয়ে দেওয়া হবে। তারপর তারা ভোট দিয়ে সেই ব্যালট আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। অনলাইন ভিত্তিক এ পোস্টাল ব্যালটে ভোটের জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। অ্যাপটি বর্তমানে ট্রায়াল পর্যায়ে রয়েছে। আগামী ১৬ নভেম্বর এটা সবার উন্মুক্ত করে দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ভোটের পরিবেশ তৈরির স্বার্থে আগে থেকেই ইউএনওদের প্রস্তুত থাকতে হবে। কারও পক্ষে কাজ করা যাবে না।’ এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এ সময়, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল। অমুক তমুক এর কথায় অনেক কিছু হয়েছে। কর্মকর্তাদের এখন আর সে ভয় নাই। দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতা স্বাধীনতা পেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই। সব ব্যাকিং দেওয়া হবে।’

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের মান ভূলুণ্ঠিত হয়েছে সন্দেহ নাই। এ সরকারের অধীনে সততা নিষ্ঠা দেখানোর সুযোগ এটি। ভয় পাওয়া যাবে না, হিম্মতের সঙ্গে কাজ করতে হবে অস্তিত্বের প্রশ্নে। মোবাইল কোর্ট স্বচ্ছ হতে হবে। মোবাইল কোর্ট নিয়মিত করতে হবে।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘চরম বাস্তবতা হচ্ছে এ দেশের নির্বাচন পরিচালনা করে রিটার্নিং অফিসার তথা ডিসি। এ দেশের নির্বাচন পরিচালনা করে যিনি সহকারী রিটার্নিং অফিসার, পরিচালনা আপনি করেন। অথচ আপনার এখানে বইয়ে আপনার নামটা লেখা নাই। সহজ কথায় বলি নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনার একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ। কিন্তু পাঁচ কমিশনারের পক্ষে এটা করা সম্ভব না। সবার সহযোগিতা প্রয়োজন।’

এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। অন্য তিন নির্বাচন কমিশনারও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

বগুড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার
২২ অক্টোবর ২০২৫ ১৬:০৬

আরো

সম্পর্কিত খবর